প্রশ্ন:-টুপি ছাড়া নামাজ পড়া কি ঠিক?
প্রশ্ন:-টুপি ছাড়া নামাজ পড়া কি ঠিক?
উত্তর :- না টুপি ছাড়া নামাজ পড়া উচিত নয়!
হাদীস শরীফে আছে! (বুখারী শরীফ, ১ম খন্ড, পৃষ্ঠা নং ২৪৮কিতাবুল মানাসিক)
“আন আব্দিল্লাহি সুয়িলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামা মা ইয়াল বিসুল মুহরিমু মিনাস সিয়াবি?
ফা ক্বালা লা-ইয়ালবিসুল ক্বামীস্বা ওয়া লা-ল আমায়িমা ওয়া লাস সারাবীলাতি ওয়া লাল বুরনুসা”
অর্থ:- হজরত আব্দুল্লাহ বিন উমার রাদিআল্লাহু তাআলা আনহু বলেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলালাইহি অসাল্লাম কে জিজ্ঞেস করা হল! মুহরিম এহরাম অবস্থায় কি রূপ কাপড় পরিধান করবে? তিনি উত্তরে বলেন জামা, পাগড়ী,পায়জামা, আর টুপি পরিধান করবে না।
উক্ত হাদীস দ্বারা জানা গেল টুপি মাথায় দেওয়া রাসুলে পাক সাহিবে লাউ লাক সাল্লাল্লাহু আালাইহি অসাল্লামের সময় থেকে প্রচলিত আছে।তা না হলে তিনি এহরামের অবস্থায় পড়তে নিষেধ কেন করবেন!
বুখারি শরীফ, ২য় খন্ড পৃষ্ঠা নং ৮৬৩ কিতাবুল লিবাস, টুপির বর্ণনা হাদীস নং- ৫৮০২
হজরত মু’তামির, তিনি বলেন যে আমি আমার আব্বাজান কে বলতে শুনেছি “রাআইতু আলা আনাসিন বুরনুসান আস্বফারা মিন খায”
অর্থ:- আমি হজরত আনাস রাদিআল্লাহু তাআলা আনহুকে এক হলুদ রঙ্গের টুপি পরিহিত অবস্থায় দেখেছি, যাতে উলমিশ্রিত রেশম ছিল।
আল্লাহু আলাম
অমা তৌফিকী ইল্লাবিল্লাহ!!!
0