আমাদের মুসলিম সমাজে এমন কিছু মাছ খাওয়ার প্রচলন আছে যেটা খাওয়া শরীয়ত সম্মত নয়, যেমন
এত ছােট (বাচ্চা) মাছ যার পেট কেটে নাড়িভুড়ি বের করা মােটেই সম্ভব নয়। এই ধরনের মাছ রান্না করে আমাদের মুসলিম সমাজে অনেকেই খেয়ে থাকেন । অথচ, এ ধরনের মাছ সরাসরি রান্না করে খাওয়া অথবা শুটকি করে রান্না করে খাওয়া কোনােটাই শরীয়ত সম্মত নয়। এ প্রসঙ্গে আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত রাদিয়াল্লাহু তলা আনহু তাঁর আহকামে শরীয়াত নামক কিতাবের ৩৫পৃঃ লিখেছেন যে, এ প্রকার মাছ খাওয়া মাকরুহ তাহরিমী। অর্থাৎ হারামের কাছাকাছি।