অনেকের মুখ থেকে শুনা যাই যে ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুমা দুই ভাই ছয় মাসের ছোট বড়, কিন্তু এটা সঠিক কথা নয়
ইমাম হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তা’য়ালা আনহুমা দুজনে কাছাকাছি এগারো মাসের ছোট বড়, দেখুন দলিল।
ইমাম হাসান রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু এর জন্ম ১৫ই রামজান তিতীয় হিজরী মাদিনায় হয়।
খুতবাতে মুহররম ৩৭০পৃ,
খাকে কারবালা ৭০ পৃ,
নুজাহাতুল মাজালিস দ্বিতীয় খন্ড ২২৯ পৃ,
শাহিদ ইবনে শাহিদ ৪৪পৃ,
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তা’য়ালা আনহু এর জন্ম ৫ই শা’বান চতুর্থ হিজরী মাদিনা শরীফে হয়।
খুতবাতে মুহররম ৩২৯পৃ,
শাহীদ ইবনে শাহীদ ৪৫পৃ,
খাকে কারবালা ৭৭ পৃ
সীরেতে ইমাম হোসাইন ১৪ পৃ,
উক্ত দলিল দ্বারা বুঝা যাই যে ৪০দিন কম এক বছরের ছোট বড়। আল্লাহ তা’য়ালা আমাদের সঠিক টা বুঝার এবং সঠিক বুঝে আমল করার তৌফীক্ব দান করেন আমীন।