প্রস্রাব-পায়খানায় প্রবেশের পূর্বের দোয়া
بسم الله اللهم انى اعوذبك من الخبث والخبائث
উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস।
এ দোয়া পাঠ করে বামপা দিয়ে পায়খানায় প্রবেশ করবেন এবং বের হওয়ার সময় আগে ডান পা দিয়ে বের হবেন এবং বের হয়ে পাঠ করবেন,
غفرانك الحمد لله الذى اذهب عنى ما يؤذينى وامسك على ما ينفعنى
উচ্চারণ: গুফরানাকা আল হামদুলিল্লা হিল্লাজি আযহাবা আন্নী মা ইউজিনী ওয়ামছিক আ’লা মা ইয়ানফাউনী।