উত্তর : কুলি করার পর যদি মুখের পানি ভালভাবে ফেলে দিয়ে মুখের অবশিষ্ট আদ্রতা থুথুর সাথে গিলে ফেলে, তাহলে রোজা ভংগ হবেনা। আর যদি সামান্য পানিও মুখে রেখে দিয়ে তা থুথুর সাথে গিলে ফেলে, তাহলে রোজা ভেংগে যাবে।
ফাতাওয়া শামী ৩/৪২১-৪২৮
বাদায়েউস সানায়ে ২/২৩৮
ফাতাওয়া হিন্দিয়া ১/২৬৬
তাবয়ীনুল হাকায়েক ২/১৭২